[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৫

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৮:২২

ছবি: সংগ্রহীত
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৫ জন। শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা শহরে নতুন করে ৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি।
 
ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকা বাদে ৪৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন নতুন করে ভর্তি হয়েছেন।
 
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৯৫ জনের মৃত্যু এবং ২৩ হাজার ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
 
২০২৪ সালের শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন, যাদের মধ্যে ৫৭৫ জন মারা গেছেন। ২০২৩ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
 
স্বাস্থ্য কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ব্যক্তিগত সুরক্ষা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর