[email protected] ঢাকা | বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল দেড় হাজার, হাসপাতালে ভর্তি ৬১

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৯:১০

ছবি: সংগ্রহীত

বর্ষা মৌসুমে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জেলায় প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মঙ্গলবারের সবশেষ তথ্য অনুযায়ী, এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৫ জন এবং এদের মধ্যে ১ হাজার ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাকি ৫১৪ জন বর্হিবিভাগে শনাক্ত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এই জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪১ জন। এর মধ্যে ১২ জন পুরুষ, ২৫ জন মহিলা ও ৪ শিশু রয়েছে। এছাড়া হাসপাতালটির বহির্বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন। এর মধ্যে ২২ জন পুরুষ, ৩৩ জন মহিলা ও ৬ শিশু রয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৪ জনকে। এর মধ্যে ১৬ জন পুরুষ, ১২ নারী ও ৬ শিশু রয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ জনকে রেফার্ড করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন। এর মধ্যে ২২ জন পুরুষ, ৩৩ নারী ও ৬ শিশু রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদ পারভেজ বলেন, সাধারণত জুন-জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তার ধারাবাহিকতায় জুলাই মাসে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর ভর্তির পরিমাণ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত রোগীর বেশি অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ক্রিটিক্যাল রোগীদের রাজশাহীতে রেফার্ড করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের সহোযোগিতায় মাইকিং কার্যক্রম চালু আছে। প্রতিটি মসজিদে জুম্মার দিনে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। আশা করছি সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর