প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ২২:১২
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরো ৮৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন।
এছাড়া শিবগঞ্জে ১১ জন, গোমস্তাপুরে ১১ জন, নাচোলে ১১ জন এবং ভোলাহাটে ০১ জন আক্রান্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পূর্বে রোগী ভর্তি ছিলেন ৬০ জন। তাদের মধ্যে ৫১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন রোগী।
রবিবার (১৩ জুলাই) ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের ডায়রিয়া বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: