প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৯:২৪
চাঁপাইনবাবগঞ্জে করোনা র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হলেও সাড়া মিলছে না উপসর্গধারীদের কাছ থেকে। পরীক্ষার বিষয়ে প্রচার-প্রচারণার ঘাটতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহে পরীক্ষা করিয়েছেন মাত্র ৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৮ জুন থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কোভিড-১৯ এর র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হয়। তবে এক সপ্তাহ পার হলেও গড়ে প্রতিদিন একজন বা দুইজন রোগী পরীক্ষা করাতে আসছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাত্র একজন রোগীর করোনা পরীক্ষা হয়েছে, তার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে শনিবার ১ জন, রোববার ও সোমবার ২ জন করে, মঙ্গলবার ও বুধবার ১ জন করে টেস্ট করিয়েছেন। পরীক্ষাকৃত সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।
স্থানীয়দের অভিযোগ, করোনা পরীক্ষার বিষয়ে প্রচারণা না থাকায় অনেকেই জানেন না যে, টেস্ট চালু হয়েছে।
মনকষা ইউনিয়নের বাসিন্দা তারেক রহমান বলেন, ‘করোনার কিট নেই এমন খবর শুনেছিলাম। কিন্তু যে এখন পরীক্ষা হচ্ছে, সেটা জানি না। আমার বাড়িতে দুইজনের জ্বর ছিল। তাদের ডেঙ্গু টেস্ট করিয়েছি, নেগেটিভ এসেছে। হয়তো করোনা টেস্টও করা দরকার ছিল।’
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ২০০টি কিট দিয়ে জেলা হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট চালু করা হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখনও এই টেস্ট হচ্ছে না।’
পরীক্ষায় সাড়া না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি। শহরে তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করা হয়েছে, মসজিদে জুমার খুৎবাতে সচেতনতামূলক বক্তব্য দেয়া হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। তবুও অনেকেই পরীক্ষা করাতে আসছেন না।’
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: