[email protected] ঢাকা | রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৭ মে ২০২৪, ১৮:৪৬

সভাপতি মনিষা জামান মিম এবং সাধারন সম্পাদক আশিক রেজা। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর ২০২৪-২৫ বর্ষের জন্য সভাপতি নির্বাচিত হলেন মনিষা জামান মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন আশিক রেজা। মনিষা জামান মিম কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের এবং আশিক রেজা রাজশাহী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের মেধাবী শিক্ষার্থী।

শুক্রবার (১৭ মে) গেলো কমিটির সভাপতি নাজমুল হক নাসিম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ (সিয়াম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগের বর্তমান সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ২০১৭ সালে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পর বিভিন্ন মেয়াদে আরও তিনটি পূর্ণাঙ্গ কমিটি সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে।

নতুন কমিটিতে কি কি বিষয় অগ্রাধিকার দেয়া হয়েছে এ বিষয়ে সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতি বৃহৎ অংশটি পড়াশোনা করে। স্বাভাবিকভাবেই একাধিক গুরুত্বপূর্ণ পদে তাই রাজশাহীস্থ মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো অগ্রাধিকার পেয়েছে।

এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ অন্যান্য প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীরাও যাতে সংগঠনের সাথে কানেকটেড থেকে নিজেদের বন্ধনকে গতিশীল ও বহুমুখী করতে পারে সেজন্য তাদেরকেও সুযোগ দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিগঠনসহ সংগঠনের সকল কার্যক্রম নতুন মাত্রায় এগিয়ে যাবে এই শুভকামনা জানাচ্ছেন তরুণ চিকিৎসকবৃন্দ ও শিক্ষার্থীরা।

কপোত নবী/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর