[email protected] ঢাকা | রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১
thecitybank.com

কবি মাহাবুবা লাভীনের দু'টি কবিতা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪, ১৭:০৩

ছবি: সংগৃহীত

খসে পড়া আয়ুদের প্রহসন


দ্যাখো, আমার চোখ থেকে খসে পড়েছে আয়ু। আমি আর কোনোদিন দেখতে পাবো না পৃথিবীতে ফুটে থাকা গোলাপ, শরতের আকাশ, শিউলি ফুলের উজ্জ্বল কমলা বোঁটা, পদ্মার ইলিশের চকচকে রুপালি শরীর।
শ্রবণেন্দ্রিয় থেকে খসে পড়েছে আয়ু। যদি কেউ গেয়ে ওঠে, “আমার পরাণ যাহা চায়” তবে সেই প্রেমবাণী আমার কাছে নিরর্থক। অথবা কেউ যদি গায়, “পদ্মার ঢেউ রে–
ও মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যারে” তবে সেই শূন্যহৃদয়ের মর্মস্পর্শী আকুতিও আমার কাছে কেবলই প্রহসন।
আঙুলের ডগা থেকে, ঠোঁটের ভাঁজ থেকে খসে পড়েছে স্পর্শায়ু। কেউ অমন তুমুল প্রেম নিয়ে আঙুলদূরত্ব সমান দাঁড়ালেও আমার নির্লিপ্ত থাকা ছাড়া আর কিচ্ছু করার নেই। ঠোঁটের ভাঁজ খোলা স্পর্শানুভূতির দায় থেকে মুক্তি নিয়েছে খসে পড়া আয়ু।
এভাবে একে একে সব আয়ু খসে গেছে, যেভাবে শীত শেষে লাউডগা থেকে খসে পড়ে রোদের আয়ু।

আমি কেবল খসে পড়া আয়ুদের প্রহসন নিয়ে আছি

 


গুটিপোকা জীবন


আমার গত জন্মদিনে সে আমাকে দিয়েছে একটি রাজশাহী সিল্ক শাড়ি।

যে শাড়িটি পরলে আমার মনে হয় আমি এক তুঁত গাছ। অসংখ্য রেশম পোকা আমার পুরো শরীর জুড়ে বিচরণ করছে আবার আমার শরীরেরই ঘুমিয়ে পড়ছে।

ক্ষুধা পেলে আমার চুলগুলোকে তুঁতপাতা ভেবে খেয়ে ফেলছে। আমিও যতনে বড় করছি রেশম পোকাগুলোকে এই আশায় যে, আর কিছুদিন গেলে আমিও তার নতুন প্রেমিকাটিরে দেবো একটি রাজশাহী সিল্ক শাড়ি।

যেভাবে সে আমাকে দিয়েছিল গুটিপোকা জীবন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর