[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১
thecitybank.com

মহিউদ্দিন মিঠুর কবিতা “সজনি”

মহিউদ্দিন মিঠু

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৩, ২১:১৮

কবি: মহিউদ্দিন মিঠু

সজনি

মহিউদ্দিন মিঠু

 

মেঘের পরে বৃষ্টি নামে

পানি হয়ে সব কিছু, ভাসিয়ে নিয়ে যায় অজানা গন্তব্যে।

সজনি,

তোমার প্রেম কি ঐ পানির মতো?

বসন্ত আসে ফুল ফোটে

কোকিল গায় গান

ঋতু চলে গেলে,

প্রকৃতি নেয় বৈচিত্র রূপ।

সজনি তোমার প্রেম কি ঐ ঋতুর মতো?

কখনো নদীতে নামে জোয়ার

কখনো নামে ভাটা,

জোয়ার এলে পদ্মা, মেঘনা, যমুনা এক হয়ে মিসে যায়।

ভাটা এলে পড়ে থাকে, খাঁ -খাঁ রোদ্দর।

সজনি,

তোমার প্রেম কি ঐ জোয়ার ভাটার মতো?

সজনি।।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর