প্রকাশিত:
১৬ সেপ্টেম্বার ২০২৫, ২১:৩২
আবার কি প্রেমে পড়েছেন অপু বিশ্বাস? ও পার বাংলায় আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী। শাকিব খান এবং অপুর সম্পর্ককে কেন্দ্র করে বিপুল আলোচনা হয়েছে৷ বিবাহবিচ্ছেদের পর আবার কি তা হলে নতুন সংসার পাতবেন অপু?
এত দিন শোনা গিয়েছিল, ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টায় রয়েছেন অপু এবং শাকিব৷ এখন গুঞ্জন, নায়িকার জীবনে এসেছেন নতুন মানুষ। তিনি নাকি সিঙ্গাপুরে থাকেন। এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা। কিন্তু চারদিকে নানা আলোচনায় ধৈর্যের বাঁধ ভাঙল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সব ধোঁয়াশা কাটালেন অভিনেত্রী।
অপু জানিয়েছেন, সব আলোচনার সূত্রপাত একটি গাড়িকে কেন্দ্র করে। কোনও এক পরিচিতের গাড়ি নিয়ে তিনি গিয়েছিলেন কোনও এক কাজে৷ গাড়ির সেই নম্বরের মাধ্যমে গাড়িমালিকের নথি জোগাড় করা হয়৷ সেই সূত্রে ধরে নেওয়া হয়, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন অপু। অভিনেত্রী বলেন, ‘‘না জেনে কল্পনাশক্তির মাধ্যমে একটা কিছু বলে দেওয়ার কোনও মানে নেই। আর কিছু বলতে চাই না।’’
অভিনয়ের পাশাপাশি অনেক ব্যবসা রয়েছে তাঁর৷ শাকিবের সঙ্গে বিয়ে ভাঙলেও ছেলের জন্য অনেক সময় তাঁদের দেখা হয়। একসঙ্গে সময়ও কাটান তাঁরা৷ ছেলেকে আমেরিকাও ঘুরিয়ে এনেছেন অভিনেতা৷
সূত্র: আনন্দবাজার/ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: