[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২
thecitybank.com

প্রকাশ পেল আর্জেন্টাইন ভক্তদের জন্য হিরো আলমের গান


প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২২, ১৮:২০

ছবি সংগৃহীত
চাঁপাই জার্নাল ডেস্ক: বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা এই যুবক এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো—সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি আবারও তিনি নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে এলেন তার ভক্তদের জন্য। আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে এর মধ্যেই বিশ্বব্যাপী শুরু হয়েছে উন্মাদনা। সেই উন্মাদনা আরেকটু বাড়াতেই আলোচিত ইউটিউবার হিরো আলমের এই উদ্যোগ। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন ভক্তদের মাতাতে নতুন গান গেয়েছেন তিনি। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘বিশ্বকাপের আনন্দ বাড়াতে একটি গান করেছি। এর শিরোনাম ‘জিতবে এবার আর্জেন্টিনা’। এটা আসলে আর্জেন্টিনার ভক্তদের জন্য, কিন্তু আশা করি সবারই ভালো লাগবে। ‘জিতবে এবার আর্জেন্টিনা’ গানটির কথা ও সুর যৌথভাবে করেছেন হিরো আলম ও এফএ প্রীতম। আর গানটির মিউজিক ভিডিওর শুট ঢাকাতে করা হয়েছে বলে জানান হিরো আলম। (১৪ নভেম্বর) গানটি সবার জন্য হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। অন্যদিকে ব্রাজিলিয়ান ভক্তদেরও তিনি হতাশ করছেন না। কারণ, তাদের জন্যেও গান গাইবেন তিনি; যা খুব শিগগিরই প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এর আগে ‘২০২১ কোপা আমেরিকার সময়ও মেসিকে নিয়ে ‘উই লাভ মেসি’ শিরোনামে একটি করেছিলেন মেসি ভক্ত হিরো আলম।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর