[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২
thecitybank.com

নতুন বছরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ২২:৫৬

নতুন বই হাতে কোমলমতি শিক্ষার্থীরা। ছবি: চাঁপাই জার্নাল

নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ¡সিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনানুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক দিবস থাকায় আনুষ্ঠানিকতা ছাড়াই বছরের প্রথম দিনে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

তবে বছরের শুরুর দিনেই গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছাস লক্ষ্য করা গেছে।

শিক্ষার্থীরা জানায়, নতুন বই হাতে পাওয়ায় তারা নতুন বছরে পড়ালেখা নিয়ে আরও মনোযোগী হতে পারবে। শিক্ষকদের পক্ষ থেকেও নতুন বছরে শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখায় মনোযোগী হওয়ার আহবান জানানো হয়।

এদিকে, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক ও সহকারী শিক্ষক গোলাম হামিদ সনিসহ অন্যান্য শিক্ষকগণ ।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস ও আনন্দ প্রকাশ করে। অভিভাবকরা জানান, এবার বিদ্যালয়গুলোতে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা ছিল ৯ লাখ ৪৪ হাজার ৩৫৯ টি বই, তার শতভাগই বই এসেছে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভার্সন ও বাংলা ভার্সন বই দেওয়া হয়েছে।

অপরদিকে, জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন জানান, মাধ্যমিকের বইয়ের চাহিদা রয়েছে ২১ লাখ ৭৭ হাজার ৭২২ টি, এর মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বইয়ের সংখ্যা ১৪ লাখ ৪৫ হাজার ৭৭৫ টি। বাকি বইগুলো আসা অব্যাহত রয়েছে, যা পর্যায়ক্রমে বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হবে। বছরের প্রথম দিন শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।

ক.স/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর