প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৫, ২১:৪৯
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশের ৪৮ জেলায় তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
“ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার এই প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, কল্যাণপুর, ঢাকা।
১৮ থেকে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি পাস যুব ও যুব নারীরা এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ বিনামূল্যে। প্রশিক্ষণকালীন প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদান করা হবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র দেওয়া হবে।
অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর এবং মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর। পরীক্ষার সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর ২০২৫।
আইসিটি বা কম্পিউটারে বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের বাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ই.আ/আ.আ
মন্তব্য করুন: