[email protected] ঢাকা | বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২
thecitybank.com

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৫, ১৯:১৪

ছবি: সংগ্রহীত
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আওয়ালের বিরুদ্ধে কর্মদিবসে কলেজে অনুস্পস্থিতি, দায়িত্ব অবহেলা, আর্থিক অনিয়ম, বিধি বর্হিভূতভাবে কলেজের গেস্ট রুমে অবস্থান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তথা মাদক মুক্ত রাখায় চরম ব্যার্থতার অভিযোগে তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
 
সোমবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজটির প্রশাসনিক ভবনের সামনে গিয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। পরে কলেজটির অধ্যক্ষ আব্দুল আওয়ালের প্রশাসনিক ভবনের মূল ফটকে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
 
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষের স্বেচ্ছাচারী আচরণ ও নানা অনিয়মের কারণে কলেজের শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাঁরা দ্রুত অধ্যক্ষের অপসরণের দাবি জানিয়ে প্রতিষ্ঠানটিতে শিক্ষার মাণ উন্নতিকরণ, আর্থিক অনিয়ম দূরকরণ, মাদকমুক্ত ও সুন্দর পরিবেশ নিশ্চিতের দাবি জানান। এছাড়া বিগত দিনে কলেজটির আয় ব্যায়ের হিসাব দেখতে চান তারা।
 
কলেজটির ব্যাবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাকিম বলেন, আমাদের কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকে পড়েছে এবং তারা কলেজ ক্যাম্পাসের ভিতরে মাদক সেবন করছে। কয়েকদিন আগে সন্ধ্যার দিকে কলেজে ক্যাম্পাসের হোস্টেলে থাকা এক নারী শিক্ষার্থী মাদক আসক্ত বখাটের দ্বারা হেনাস্থার শিকার হয়েছে। কিন্ত কলেজ কতৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
 
৪র্থ বর্ষের ইংরেজী বিভাগের শিক্ষার্থী তারেক আজিজ বলেন, অধ্যক্ষ স্যার নিজের স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাস পরিচালনা করছেন। তিনি বৃহস্পতিবার সকালে কলেজ থেকে চলে যান। আবার সোমবার থেকে কলেজ শুরু করেন। কিন্ত অধ্যক্ষ স্যারের কলেজে থাকার কথা ছিল রবিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।
 
৩য় বর্ষের কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী দেলাওয়ার বলেন, আমাদের কলেজের শিক্ষার মান অনেক ভালো ছিল। কিন্ত স্যার ঠিক মতো কলেজ পরিচালনা করতে না পারার কারণে শিক্ষার্থীরা ক্লাসে কম আসে। যার ফলে কিছু দিন আগে প্রকাশিত এইচএসসি পরিক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে।
 
প্রশাসনিক ভবনের মূল ফটকে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন, আমি গত ০৮ মাস হলো প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেছি। প্রতিষ্ঠানে যে সকল উন্নয়ন মূলক কাজ চলমান আছে তা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে কাজ হচ্ছে। আমরা শুধু কাজ শেষে বুঝিয়ে নেওয়ার দায়িত্বে আছি। তাই এখানে আমার দূর্নীতি করার কোন সুযোগ নেই। এছাড়া আমার বাসভবনটি পরিত্যক্ত হওয়ার কারনে আমি কলেজের গেস্ট রুমে অবস্থান করছি। তোমাদের দাবির প্রেক্ষিতে আমি আজ থেকে সেখানেও থাকবো না।
 
পরে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে অধ্যক্ষ আব্দুল আওয়াল নিজ অফিস কক্ষে ফিরে যান এবং সংবাদটি লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে।
 
এই সময় ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাকিম, হাসান, তারেক আজিজ, মেহেদী, সোহেল, ৩য় বর্ষের দেলোয়ার, নয়ন, বিশ্বজিত, ২য় বর্ষের ইসতিয়াক ও ১ম বর্ষের জুবায়েরসহ সাধারন শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
 
এ.এ/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর