[email protected] ঢাকা | বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২
thecitybank.com

চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বার ২০২৫, ১০:৪৯

প্রতিকী ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটসংলগ্ন এলাকায় শিক্ষক সমিতির এক সভা শেষে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে চেয়ারে বসা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে রবিউল আউয়ালের অনুসারীরা মাহমুদুল হাসানের কলার ধরে ধাক্কা দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি দীর্ঘস্থায়ী হয়নি।

মাহমুদুল হাসান দাবি করেন, এটি মূলত একটি ভুল বোঝাবুঝি, যা সিনিয়ররা মীমাংসা করেছেন। অপরদিকে রবিউল আউয়াল বলেন, “কিছু জুনিয়র উত্তেজনায় ধাক্কাধাক্কি করেছে, তবে এটা কাম্য নয়। বিষয়টি আমরা নিজেরা মিটিয়ে নিচ্ছি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এটি বড় কোনো ঘটনা নয়। সামান্য ধাক্কাধাক্কি হয়েছিল, আমরা তা সমাধান করেছি। ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় থাকবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর