[email protected] ঢাকা | মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২
thecitybank.com

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সাবেক দুই এমপি

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ২২:১৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে সম্ভাব্য এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ আমিনুল ইসলাম। এই সময় বিশ্ববিদ্যালয়ের উদ্ধর্তন কতৃপক্ষ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনে এক্সিম ব্যাংকের কর্মকর্তারা বলেন, এই অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে তারা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের চিন্তা করছেন। এটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা মানসম্পন্ন উচ্চশিক্ষার সুযোগ পাবে।

হারুনুর রশীদ হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর বহুদিনের স্বপ্ন পূরণে এটি এক মাইলফলক হয়ে থাকবে। আমরা চাই, শিক্ষার আলো এ অঞ্চলের প্রতিটি ঘরে পৌঁছে যাক।

সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়টি শুধু উচ্চশিক্ষাই নয়, এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে এখনও পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। এক্সিম ব্যাংক বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে এটি হবে জেলার প্রথম উচ্চশিক্ষা কেন্দ্র, যা এ অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

প্রতিনিধি/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর