[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১
thecitybank.com

তীব্র শীতের কারণে

চাঁপাইনবাবগঞ্জের স্কুলগুলো বন্ধ ঘোষণা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১১:৫৮

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সোমবার থেকে দুইদিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। তাই শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার ও মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে আগামী বুধবার থেকে যাথারীতি পাঠদান শুরু হবে বিদ্যালয়গুলোতে।

শিক্ষা কর্মকর্তারা জানান, সোমবার সকালে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর জরুরিভিত্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

তবে সোমবার সকালে শহরের কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে ফিরে গেছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

 

সূত্র: itvbd.com


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর