[email protected] ঢাকা | সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬, ৬ই মাঘ ১৪৩২
thecitybank.com

৫৯ বিজিবি’র বড় অভিযান

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৬, ২১:৫১

বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক। ছবি: ৫৯ বিজিবি মিডিয়া সেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য রেখার কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপি’র সদস্যরা সীমান্ত মেইন পিলার ১৮৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করেন। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২,৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প ‘Eskuf DX’ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত দিয়ে সকল প্রকার মাদক চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এবং তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষায় ৫৯ বিজিবি’র তৎপরতায় গত দুই মাসে বড় ধরনের বেশ কিছু সাফল্য এসেছে। এই সময়ের মধ্যে ব্যাটালিয়নটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০০ বোতল ফেন্সিডিলের বিকল্প সিরাপ এবং ২১,০০০ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর