[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ সাতজন আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩১ ডিসেম্বার ২০২৫, ২২:০৮

র‌্যাবের অভিযানে সাতজন আটক। ছবি: র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ থানাধীন কালিনগর গ্রামের একটি কলা বাগান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: ১. মোঃ মিজানুর রহমান (৪৫), চক কালিনগর, ২. মোঃ নাসির (৫৭), কালিনগর ইংলিশ মোড়, ৩. মোঃ বাবু (২৬), কালিনগর ইংলিশ মোড়, ৪. মোঃ সিরাজুল ইসলাম (৫০), কালিনগর ইংলিশ মোড়, ৫. মোঃ কাওছার (২৬), সতেরো রুপিয়া চামাগ্রাম, ৬. মোঃ সাহালাল ইসলাম (২৯), কালিনগর চক ইংলিশ মোড় এবং ৭. মোঃ এনাদুল (৫০), রুপনগর।

জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযান চলাকালীন গোপন সূত্রে খবর পায় যে, ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামে মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০ টায় জনৈক কান্তু মিয়ার কলা বাগানে অভিযান চালিয়ে হাতেনাতে সাতজনকে আটক করা হয়।

র‍্যাব আরোও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং মাদক নির্মূলে তাদের এ ধরনের আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর