[email protected] ঢাকা | শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২
thecitybank.com

হবিগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছিল মাদকের চালান

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট কারসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ ডিসেম্বার ২০২৫, ১৯:২৬

প্রাইভেট কারসহ মাদক কারবারি আটক। ছবি: র‌্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় প্রাইভেট কারে মাদক পরিবহনের সময় প্রায় ৩২.৭৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
 
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম আহাম্মদ আলী (২৬)। তিনি হবিগঞ্জ সদর থানার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, হবিগঞ্জ থেকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৮টার দিকে সুন্দরপুর ইউপিস্থ মোল্লান মোড়ে পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব।
অভিযান চলাকালে একটি সাদা রঙের সন্দেহভাজন প্রাইভেট কারকে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারী আহাম্মদ আলীকে গ্রেফতার এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
 
র‍্যাব-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর