প্রকাশিত:
২৪ ডিসেম্বার ২০২৫, ২০:২৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারে আসার চেষ্টা করা ১০২ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি। বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার শিয়ালমারা সীমান্ত সংলগ্ন জামাইপাড়া সিরাপগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর রাত পৌনে পাঁচটার দিকে শিয়ালমারা সীমান্তের ১৮৯ মেইন পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামাইপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় ফেনসিডিলের বিকল্প ১০২ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে।
৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৭২২ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: