[email protected] ঢাকা | বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

শিবগঞ্জ সীমান্তে আবারোও বিদেশি পিস্তুল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ ডিসেম্বার ২০২৫, ২২:২৯

বিদেশি পিস্তুল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার। ছবি: ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ টি বিদেশি পিস্তুল ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার পূর্বক জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর টহল দল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমান্তের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকা দিয়ে অবৈধভাবে বিদেশি অস্ত্র প্রবেশের সম্ভাবনা রয়েছে। তথ্যের ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে সকাল সাড়ে ১১টার দিকে রাঘববাটি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

অভিযানকালে এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করলে সে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। এই বিষয়ে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ চলমান।

উল্লেখ্য, এর আগেও গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পৃথক একটি বিশেষ অভিযানে ৫৩ বিজিবি ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছিল।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর