[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

এনসিপি নেতাকে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন তন্বী আটক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ ডিসেম্বার ২০২৫, ২২:৫২

আটককৃত তানিমা ওরফে তন্বী। ছবি: সংগ্রহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ বেলা পৌনে ১২টার দিকে খুলনায় দুর্বৃত্তরা এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে গুরুতর আহত এই নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর