[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২
thecitybank.com

জিম থেকে ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ ডিসেম্বার ২০২৫, ২১:২৪

সাংবাদিক আনিস আলমগীর। ছবি: সংগ্রহীত

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আনিস আলমগীর গণমাধ্যমকে বলেছেন, ‘ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

আজ রোববার রাতে সাড়ে ৮টার কিছুক্ষণ পরে আনিস আলমগীরের মোবাইলে ফোন করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তাঁর সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তা জানতে ডিবির তিন কর্মকর্তাকে ফোন করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাঁদের কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর