প্রকাশিত:
৬ ডিসেম্বার ২০২৫, ২১:৩১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুইজন চোরাচালানকারীকে আটক করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোররাতে ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীনস্থ হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল হাকিমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় ভোররাত প্রায় ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা রঘুনাথপুর গ্রামের তৈমুর রহমানের ছেলে
রজদুল (৩০) ও সদর উপজেলার চরবাগডাংগা বড়গোটাপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (৩২)-কে ভারতীয় ৪টি গরুসহ আটক করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দ করা গরু, মোটরসাইকেল ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকাকে চোরাচালানমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হ.ম/আ.আ
মন্তব্য করুন: