প্রকাশিত:
২ ডিসেম্বার ২০২৫, ১৮:২১
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা রেহাইচর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ফেন্সিডিলসহ এক সিএনজি চালককে আটক করেছে র্যাব-৫। গতকাল সোমাবার (০১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে মহানন্দা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন রাজশাহী জেলার রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে একজন মাদক কারবারী ৯৮ বোতল ফেন্সিডিল নিয়ে সিএনজি চালক সেজে শিবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছেন। এর ধারবাহিকতায় মহানন্দা টোল প্লাজা এলাকায় টহল চেকপোস্ট বসায় র্যাবের একটি চৌকস দল। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে একজন সিএনজি চালককে তল্লাশি চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: