[email protected] ঢাকা | রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ ডিসেম্বার ২০২৫, ১৯:২৯

আটককৃত যুবক রয়েল হাসান অরণ্য। ছবি: জেলা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ রয়েল হাসান অরণ্য(৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চাপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে।

আটককৃত যুবক রয়েল হাসান অরণ্য হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচুকা মাদ্রাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শিবগঞ্জ থেকে  চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী একটি সিএনজিতে এক ব্যাক্তি বিদেশী পিস্তলসহ আসছে। তার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পরে একটি সিএনজিতে বসা অবস্থায় ১ টি বিদেশী পিস্তলসহ রয়েল হাসান অরণ্য নামে একজনকে  আটক করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজন ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর