প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৫, ১০:৪৬
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক পৃথক অভিযানে ভারতীয় ৪টি গরু, ২টি মহিষ এবং ৫০ কেজি বিড়ি তৈরির মসলা জব্দ করেছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। শুক্রবার (০৭ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে চোরাকারবারীরা চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে নদীপথে এবং চরাঞ্চলে গবাদিপশু ও অন্যান্য পণ্য লুকিয়ে রেখেছে। এরপর ০৬ নভেম্বর রাত ১১টা থেকে ০৭ নভেম্বর ভোর ৫টার মধ্যে ৫৩ বিজিবির মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, বাবুপুর ও মনাকষা ইউনিয়নের সোনাদিয়া, লক্ষ্মী ও চাচ্চুর চর এলাকা থেকে ৪টি গরু, পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ২টি মহিষ এবং ৫০ কেজি বিড়ি তৈরির মসলা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত সব মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবির সকল সদস্য সর্বদা সচেষ্ট রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: