প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৫, ২৩:৪০
চাঁপাইনবাবগঞ্জের দুইটি সীমান্তবর্তী এলাকা থেকে ৩২ বোতল ভারতীয় মদ, সাত হাজার ৬শ ৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ প্যাকেট ভারতীয় মলদ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি জানায় বিজিবি।

বিজিবি জানায়, আজ শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে মাসুদপুর সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে ৩২ বোতল ভারতীয় মদ এবং সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকার বাখের আলী সীমান্তে টহল পরিচালনা করে ৭৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস মলম জব্দ করে বিজিবি। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং পাতার বিড়ি ও মলম চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ, পাতার বিড়ি ও মলদ জব্দ করেছে বিজিবি এবং আইনী বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: