[email protected] ঢাকা | শনিবার, ১লা নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

ভারতীয় যাত্রীর কাছ থেকে কসমেটিকস সামগ্রী ও সীমান্তে ফেলে রাখা ভারতীয় মোবাইল ফোন জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৫, ১৬:০৬

ভারতীয় মোবাইল ও কসমেটিকস সামগ্রী জব্দ। ছবি: ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন ও একাধিক ভারতীয় যাত্রীর কাছ থেকে কসমেটিকস সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে বিষয়েটি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি জানায়, গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে ১২ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে। অপরদিকে সোনামসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রীও জব্দ করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতীয় অনেক যাত্রী চোরাচালানের উদ্দেশ্যে পরিবহনের অতিরিক্ত কসমেটিকস সামগ্রী বহন করছিলেন। এই সময় অভিযান চালিয়ে একাধিক ভারতীয় নাগরিকের কাছ থেকে এইসব পন্য উদ্ধার করা হয়। তবে বৈধ পাসপোর্ট থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং অবৈধ কসমেটিকস সামগ্রী কাস্টমসে জমা দেওয়া হবে। এছাড়া ভারতীয় চোরাকারবারীরা সীমান্তের অপর পাশ থেকে মোবাইল ফোন ছুড়ে বাংলাদেশ সীমান্তে ফেলে রাখে। পরে টহল দল সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর