[email protected] ঢাকা | বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২
thecitybank.com

ভোলাহাটে সীমান্তে ৯৩ বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৫, ২০:৫৫

ভোলাহাটে সীমান্তে ৯৩ বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট মদ জব্দ। ছবি: ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ৯৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি। বুধবার (২৯ অক্টোবর) বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে এই বিদেশী উদ্ধার পূর্বক জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জানা যায়, ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তের সীমান্ত পিলার ১৯৭ বাই ৩-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফরেষ্ট ক্যানেল এর পার্শ্ববর্তী ধান ক্ষেতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট মদ আটক বিজিবির একটি টহল দল। পরে আটককৃত মদ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে ।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর