প্রকাশিত:
১২ অক্টোবার ২০২৫, ১৬:২৩
চাঁপাইনবাবগঞ্জে এক ব্যাবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির কর্মী রমজান আলীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে তাকে আটক করা হয় এবং গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।
আটককৃত রমজান আলী জেলা শহরের শিবতলা এলাকার গোলাব আলীর ছেলে ও তিনি নিজেকে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের অনুসারী বা কর্মী হিসেবে পরিচয় দেন।
জানা যায়, বিএনপির নেতা পরিচয় দিয়ে গত দুই মাস আগে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ঠ ব্যাবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন রমজান আলী। পরে তরিকুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে গত গত মঙ্গলবার (০৭ অক্টোবর) জেলা শহরের টোলঘর-নতুন ব্রীজ সড়কের দুই দিকে সাড়ে ৭ বিঘা জমির উপর নির্মিত টি ইসলাম চত্বরের সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনায় ভাংচুর চালায় রমজান আলীর নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র। পরে তরিকুল ইসলাম রমজান আলীকে ফোন দিলে রমজান আলী জানান চাঁদার টাকা না পাওয়ার কারণে তিনি ভাংচুর চালিয়েছেন। এমতাবস্থায় তরিকুল ইসলাম রমজান আলীর নামে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার বিকেল রমজান আলীকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (রবিবার) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এমএএ/আআ
মন্তব্য করুন: