প্রকাশিত:
১৬ সেপ্টেম্বার ২০২৫, ১৭:৫৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পুলিশ পাঁচ অপহরণকারীকে আটক করেছে। সোমবার রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। এই তথ্য মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া নিশ্চিত করেছেন।
অপহৃত মুদি ব্যবসায়ী হলেন উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন সাবানের ছেলে সানি আহম্মেদ (২৫)। আটককৃতরা হলেন—জমিনপুর মধ্যপাড়া গ্রামের হাবিবুরের ছেলে আরিফ হোসেন (২৫), নাসিরের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৫), কালিগঞ্জ লজিবটোলার মালেকের ছেলে আল আমিন (২২), এরাদত বিশ্বাসটোলার মৃত নাজেলের ছেলে রাজু (২৩) ও শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর-মোড়লটোলার রবিউলের ছেলে রাজু হোসেন (২৪)।
পুলিশ জানায়, সানি আহম্মেদ বাগবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করছেন। সোমবার রাতের ঘটনা অনুযায়ী, দোকান বন্ধ করে তিনি দুই বন্ধু দুলাল ও সোহেলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাগবাড়ি ফিল্ড বাজারের সুদামের বাড়ির সামনে পৌঁছালে ৮-৯ জন ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
পরবর্তীতে তার দুই বন্ধু পরিবারের কাছে অপহরণের খবর জানালে পুলিশ রাতেই গোলাপ বাজারে অভিযান চালিয়ে সানি আহম্মেদকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয় এবং অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অপহৃতের মা শ্যামলী বেগম থানায় মামলা করেছেন। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/আ.আ
মন্তব্য করুন: