[email protected] ঢাকা | বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২
thecitybank.com

গোমস্তাপুরে ৪০০ পিস ইয়াবাসহ দুইভাই গ্রেপ্তার

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ২১:৫১

ইয়াবাসহ গ্রেপ্তার দুই দুইভাই। ছবি চাঁপাইনববাগঞ্জ ডিএনসি‘র মিডিয়া সেল থেকে নেওয়া

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে চারশত পিস ইয়াবাসহ সামিউল হক (৪০) ও মাহিদুর (৩৮) নামের দুইভাইকে গ্রেফতার করেছ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৪ জুলাই) সকালে গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের জাহিদ নগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সামিউল হক ও মাহিদুর ওই এলাকার এনামুল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে তাদের বাসা থেকে ৪ শত পিস ইয়াবা উদ্ধার করে দুইভাইকে গ্রেফতার করা হয়।

এছাড়া তাদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় দুইটি নিয়মিত মামলা রজু করা হয়েছে বলেও জানান তিনি।

শাহিন আলম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর