প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ২২:৫৭
চাঁপাইনবাবগঞ্জে পতিত আওয়ামী লীগ সরকারের আমলের ২০১৩ সালের একটি বিস্ফোরক মামলায় জামায়াত কর্মী মোঃ ফারুককে (২৬) কারাগারে পাঠিয়েছে আদালত। এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
জামায়াত কর্মী মোঃ ফারুক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়নশুকা কাইয়াপাড়া এলাকার তৈমুর ডাক্তারের ছেলে।
মামলার সূত্র থেকে জানা যায়, ২০১৩ সালে ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একটি সাজানো মামলায় তাকে ১২ নম্বর আসামি করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (জি.আর. ৩৫/২০১৩, বিশেষ ক্ষমতা আইন ১৬৫/২০১৪) দায়ের করা হয়। মামলার দীর্ঘ ১২ বছরেও রাষ্ট্রপক্ষ কোনও সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য সাক্ষ্য উপস্থাপন করতে পারেনি বলে জানা গেছে।
তবে আসামিপক্ষের দাবি, এই মামলা একটি রাজনৈতিক প্রতিহিংসার ফসল, যার মাধ্যমে একজন ব্যক্তিকে এক যুগ ধরে হয়রানি করা হচ্ছে।
এব্যাপারে জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমির হাফেজ আব্দুল আলীম বলেন, "এই রায় সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবিত ও ন্যায়বিচারবিবর্জিত। ২০১৩ সালে একটি সাজানো ও ভিত্তিহীন মামলায় জড়িয়ে বছরের পর বছর তাকে হয়রানি করা হয়েছে। রাষ্ট্রপক্ষ ১২ বছরেও কোনও গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেনি, তারপরও এই রায় অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, এই রায় যিনি দিয়েছেন তিনি ফ্যাসিবাদ লালন করেন সেটা প্রমাণ হল। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। এবিষয়ে আমরা আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। "
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: