[email protected] ঢাকা | রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২
thecitybank.com

চর অনুপনগরে সাড়ে তিনকেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১২:০৬

ছবি: র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নে প্রায় সাড়ে তিনকেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। মঙ্গলবার (০৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটি।

আটককৃত ব্যাক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মো: আফসার আলীর ছেলে মো: এনামুল হক।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ জানতে পারে সোমবার (০৭ জুলাই) দুপুর ২ টার দিকে মাদকের একটি চালান সরবারহ করা হবে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের মহানন্দা নদীর খসমুলের ঘাটে  অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে তিন কেজি গাঁজাসহ আনোয়ারুল হককে গ্রেপ্তার করে র‌্যাবের অভিযানিক দলটি। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর