[email protected] ঢাকা | সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২
thecitybank.com

হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ২০:০৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার মাইনুল ইসলাম হত্যা মামলায় পিতা ও দুই পুত্রের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০৭ জুন) চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামীদের উপস্থিতিতে এই দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মন্ডলের ছেলে মো. মোস্তফা (৬৫) এবং মোস্তফার ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।

মামলা সূত্র থেকে জানা যায়, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়িতে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা মাইনুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বরভাবে আহত করে। পরে ৬ জুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় মাইনুল ইসলামের ছেলে মাইনুর রহমান বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ পরিদর্শক বরুন সরকার ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জের রাষ্ট্রপক্ষের আইনজীবি আবদুল ওদুদ জানান, আপন বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই মোস্তফা ও তার দুই ছেলেকে তাদের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিচারক। আদালত মামলার স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে এই দন্ড প্রদান করে। মামলায় অভিযোগ প্রমাাণিত না হওয়ায় আদালত দুইজনকে বেকসুর খালাস প্রদান করে।

এম.এ.এ/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর