প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ২২:৩৯
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নিমতলায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই বস্তি এলাকার মো: রাজুর ছেলে মো: রোমান আলী ওরফে রোহান (১৯), মৃত শফিকুলের ছেলে মো: ফিরোজ হোসেন (২৭), নিমতলা এলাকার মো: আনোয়ার হোসেনের ছেলে মো: সোহেল (২৮) এবং আরামবাগ এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে মো: রিফাত (২১)।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ০৯টার দিকে দেশী অস্ত্র নিয়ে ৭০ থেকে ৮০ জন যুবক নিমতলা মোড়ে এসে হঠাৎ করে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত সে স্থান ত্যাগ করে চলে যায় এবং এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া এই সময় রনি জামাদার ও বিদ্যুৎ চৌধুরী নামে দুইজন আহত হয়। পরবর্তীতে পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন ও মোহাম্মদ নীলুর সঙ্গে পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নিমতলায় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএএ/আআ
মন্তব্য করুন: