প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৬:১১
চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার একটি বাড়িতে চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কুখ্যাত চোর আরিফুল ইসলাম ভটাসহ দুইজনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষিপুর মাস্টারপাড়ার মো: দুলাল এর ছেলে মো: আরিফুল ইসলাম ওরফে ভটা ও একই উপজেলার শিবতলা কর্মকার পাড়ার মৃত অনীল চন্দ্র নন্দীর ছেলে শ্রী স্বাধীন নন্দি।
পুলিশের প্রেস বিফ্রিং থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলাস্থ গাইনপাড়ার মমিনুল ইসলামের বাড়িতে চুরি হয়। ভোর সাড়ে ৫ টার দিকে ঘুম থেকে উঠে মমিনুল ইসলাম দেখেন কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। একপর্যায়ে ওয়্যারড্রপে থাকা নগদ দেড় লাখ টাকা ও সোকেসের ভিতরে থাকা পৌনে ৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানতে পারেন। এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহোযোগিতায় গত সোমবার দুপুরে অভিযান চালিয়ে নাচোল উপজেলা থেকে আরিফুল ইসলাম ভটাকে আটক করে পুলিশ এবং সে চুরির বিষয়টি স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারের স্বর্ণপট্টির শিল্পি জুয়েলার্সে অভিযান চালিয়ে স্বর্ণালংকারগুলো জব্দ করে এবং চুরির মালামাল কেনার অপরাধে দোকান মালিক শ্রী স্বাধীন নন্দিকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় চুরির ঘটনায় জড়িত থাকার অপরাধে আরিফুল ইসলাম ভটা ও চোরাই স্বর্ণ কেনার অপরাধে শ্রী স্বাধীন নন্দিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরিফুল ইসলাম ভটা’র বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৯টি চুরির মামলা রয়েছে। সে একজন এলাকার কুখ্যাত চোর হিসেবে পরিচিত। গ্রেফতারকৃত ব্যক্তিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কামাল শুকরানা/আআ
মন্তব্য করুন: