[email protected] ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ মার্চ ২০২৪, ১৪:৫৬

গ্রেফতারকৃত আসমী মো: হাসানুর রহমান ও মো: আরফান আলী। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের ফুড অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল ও নগদ ৪২০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঠানপাড়া এলাকার মৃত হাফিজুল রহমানের ছেলে মো: হাসানুর রহমান (৩০) ও মো: খরমান আলীর ছেলে মো: আরফান (২৪)।

পুলিশের সূত্র থেকে জানা যায়, গত সোমবার (২৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপনগর এতিমখানা রোডের রবিউল প্রফেসর এর বাড়ির সামনে মেটলাইফ ইন্সুরেন্স এ চাকুরীরত মো: রায়হান আলীর পথ রুদ্ধ করেন চারজন যুবক। এরপরে রায়হানকে এলোপাথড়ী মারপিট করে নীল রংয়ের হিরো গ্লামার মটরসাইকেল ও ৪২০০০ টাকা ছিনতাই করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, রায়হান আলী গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের তিনঘন্টার মধ্যে শহরের বিভিন্ন জায়গায় সারশী অভিযান চালিয়ে দুইজন ছিনতাই কারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এছাড়া তিনি আরোও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধারা-৩৯৩ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর