[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
thecitybank.com

ডিএনসির অভিযানে

রানীহাটি থেকে দশ কেজি গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ১৮:৪৪

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম হঠাৎপাড়া এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. হারুন আলী (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।

আটক হারুন একই গ্রামের মো. ভুলু শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের একটি দল এই অভিযান চালায়।


জেলা ডিএনসির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান, বুধবার (২২ নভেম্বর) জেলা ডিএনসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মো. হারুন আলীর বাড়িতে অভিযান চালায়।

অভিযানে একটি সাদা প্লাস্টিক বস্তার মধ্যে থেকে পলিথিনে কসপেট দিয়ে মোড়ানো ৬ কেজি এবং অপর একটি বস্তা থেকে ৪ কেজিসহ মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় একজন পালিয়ে গেলেও মো. হারুন আলীকে আটক করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ব্যাপারে জেলা ডিএনসির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর