[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১
thecitybank.com

কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন:- ভালো নির্বাচন কিভাবে সম্ভব!


প্রকাশিত:
১৪ জুন ২০২২, ১৪:০৬

ছবি সংগৃহীত
কানসাট ইউনিয়ন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের, রাজশাহী বিভাগের, চাঁপাইনবাবগঞ্জ জেলার, শিবগঞ্জ উপজেলার, একটি ইউনিয়ন। কানসাট ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন ২০২২ইং। এইবার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই জন চেয়ারম্যান প্রার্থী। ৯টি সাধারন ওয়ার্ডে ৪০ জন প্রার্থী এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডের ১৬ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ১০৭টি ভোট কক্ষে ১৬ হাজার পুরুষ ভোটার এবং ১৫ হাজার ৪২৭ জন মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। জামায়াতে সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদন্ধিতা করছেন মো: সেফাউল মূলক ও ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোয়ন পেয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে আছেন বর্তমান ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম। তাই মূলত বলা যায়, আওয়ামীলীগ এবং জামায়াতে ইসলামীর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির যেহেতু প্রার্থী নাই তাই এই নির্বাচনে তাদের ভোটারগণ জামায়াতের প্রার্থীর দিকে ঝুঁকে পড়বে এমনটায় আশা করছেন মোটরসাইকেল প্রতীকের সমর্থকগণ। কারণ জামায়াত বিএনপি আনুষ্ঠানিক ভাবে এখনো জোটের মধ্যে আছেন। তাছাড়া শিবগঞ্জকে মূলত বিএনপি জামায়াতের ঘাটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কোন্দল ও লবিং-গ্রুপিং থাকায় নৌকা প্রতীকের পক্ষে এখনো দলের অনেক নেতা-কর্মী নির্বাচনে মাঠে নামেননি বলে শোনা যায়। তবে আওয়ামী লীগের মধ্যে কোন লবিং গ্রুপিং নেই বলে দাবি করছেন নৌকার প্রার্থী বেনাউল ইসলাম। গত ইউপি নির্বাচনে বিএনপি'র প্রার্থী থাকার পরেও শেফাউল মূলক পেয়েছিলেন ১০১৩৮ ভোট এবং বিজয়ী প্রার্থী বেনাউল ইসলাম পেয়েছিলেন ১০৬০২ ভোট এবং বিএনপি'র প্রার্থী পেয়েছিলেন ৩৫৮৩ভোট। অর্থাৎ শেফাউল হেরেছিলেন ৪৬৪ ভোটের ব্যবধানে। এবার যেহেতু বিএনপি'র প্রার্থী নেই তাই শেফাউল মূলক এর বিজয় নিশ্চিত বলে অনেকে মনে করেন। তবে বর্তমান সরকারের আমলে বিগত নির্বাচনগুলোতে সারাদেশের ন্যায় জবর- দখলের ভোটে আওয়ামী লীগ তা দখল করে নেয়। বর্তমানে শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-১ আসন, শিবগঞ্জ উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগের নির্বাচিত প্রার্থীর দখলে। এই নির্বাচন কমিশনের অধীনে এইবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান কাজী হাবিবুল আউয়াল এর নির্বাচন কমিশন বারবার জনগনসহ সকল রাজনৈতিক দলকে বার্তা দিচ্ছেন যে, তাদের অধিনে নির্বাচন সুষ্ঠ হবে। যা জনসাধারণের জন্য আস্থার বাণী হয়ে দাড়িয়েছিল কিন্তু সাম্প্রতিক আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন সাংসদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের বক্তব্য ও ভূমিকা দেশবাসীকে হতাশ করেছে। নির্বাচন কমিশন একজন সাংসদ এর ভূমিকা নিয়ে যেখানে অসহায়ত্ব প্রকাশ করছেন সেখানে দলীয় সরকারের অধীনে ৩০০ সাংসদকে কিভাবে নির্বাচনী আচরণবিধির অধীনে নিয়ে আসবেন এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন এটাই সচেতন মহল জিজ্ঞাসা। তদুপরি কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকায় জনগণ আশাবাদী হতে চাই। আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায়। আমরা দেখতে চায় বর্তমান নির্বাচন কমিশন তার কথা রেখেছে। আমরা দেখতে চাই জনগণের মুখে ভোট উৎসবের হাসি। আমরা চাই সুষ্ঠ নির্বাচন, সুষ্ঠ হোক কানসাট ইউপি নির্বাচন। লেখকঃ এ্যাড. মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নিবার্হী পরিচালক, এহেড ফাউন্ডেশন, সাবেক প্রো-ভিপি, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর