[email protected] ঢাকা | শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

জামিনে মুক্তি পেলেন পৌর মেয়র মুখলেসুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ২২:১০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং বিচারপতি শাহেদ নাসিরুদ্দিন এর যৌথ বেঞ্চ গত বৃহস্পতিবার এই রায় দিয়েছিলেন।


এরপর রবিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। এসময় দলীয় নেতা-কর্মীরা মেয়র মোখলেসুর রহমানকে ফুলের মালাদিয়ে বরণ করেন।


মেয়র মোখলেসুর রহমানের স্থানীয় আইনজীবী মো. নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সকালে উচ্চ আদালতের বিচারপতি এসএম কুদ্দুশ জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের বেঞ্চে মেয়র মোখলেসুর রহমানের জামিন আবেদনের ওপর দুই দফা শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকির, আইনজীবী শেখ আলী আহমেদ খোকন, সিনিয়র আইনজীবী ওয়াজিউল্লাহ ও আইনজীবী মো. রইশ উদ্দিন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুজিত কুমার চ্যাটার্জি।

উল্লেখ্য, যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর