[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

হলুদ-মরিচ গুঁড়ার বস্তার ভেতর থেকে ৩৬ কেজি গাঁজা আটক, গ্রেপ্তার-৪

সারোয়ার জাহান ফরহাদ, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৩, ০৫:৪৩

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মুহুর্মুহু অভিযানের অংশ হিসেবে অস্ত্র গুলি উদ্ধারের পর এবার ৩৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির বাগদূর্গাপুরের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলার মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮), মুন্সিটোলার লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মোকারিম টোলার মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫)।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পাঠানো জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে অভিযান টি চালানো হয়।

সোমবার (৭ আগস্ট) রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাতাপাড়া গ্রামে ডিবি পুলিশ একটি তল্লাশি চৌকি বসায়।

এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এসআই রিপন কুমার মন্ডলের নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স মিনি পিক-আপের তল্লাশির এক পর্যায়ে বিশেষ কায়দায় লুকানো হলুদ ও মরিচের গুঁড়ার বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৬ কেজি গাঁজা, ১টি হলুদ-মরিচ ভাঙ্গার মেশিন, ১টি স্যালো মেশিন, ১টি বাটন মোবাইল ফোনসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অপরাধ দমনে পুলিশ ও ডিবি পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর