[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর সময় ভূয়া পুলিশ আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ০৬:২৬

ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাস্থত বাজারের একটি বিকাশের দোকানে শিবগঞ্জ থানার পুলিশের এ এস আই পরিচয় দিয়ে বিকাশ দোকানে ৫০ হাজার টাকা চাঁদাবাজীকালে এক ভূয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
 
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের হেরাস আলমের ছেলে সেরাজুল ইসলাম।
 
শিবগঞ্জ থানার এস.আই ইসলাম বলেন, মঙ্গলবার বেলা ১ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বাস স্ট্যান্ড মোড়ে ম্যাংগো ট্রাভেলস এর কাউন্টারে অবস্থিত বিকাশ এজেন্টের কাছে গিয়ে সেমাজুল ইসলাম নিজেকে শিবগঞ্জ থানার এ এস আই হারুন পরিচয় দেয় ।
 
তিনি আরোও বলেন, ভুয়া পুলিশ সদস্য সেমাজুল  বিকাশ এজেন্টকে দশ হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ফোন নম্বরে ৫০ হাজার টাকা বিকাশ করার জন্য নির্দেশ দেন।
 
এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে বিকাশ এজেন্ট কাউসার মাহমুদ তাকে বসিয়ে রেখে কৌশলে শিবগঞ্জ থানায় খবর দেয়।
 
উক্ত খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই ইসলাম, পুলিশের ভুয়া এ এস আই পরিচয় দানকারী সেমাজুল ইসলামকে আটক করে।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনাই থানায় ভুয়া পুলিশ সেরাজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি কার্যক্রম শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর