[email protected] ঢাকা | শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

রাজশাহীতে চিকিৎসক হত্যার প্রতিবাদে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৩, ১৬:১৯

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ

রাজশাহীতে চিকিৎসক হত্যার ক্ষোভে সোমবার (৩০ অক্টোবর) সকল ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখা। তবে যে কোনো জরুরি অপারেশন চালু থাকবে বলে জানানো হয়েছে। 

সোমবার দুপুরে এক জরুরী আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন বিএমএ নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডা: নওশাদ আলী। 

তিনি জানিয়েছেন, বিএমএ-এর সিদ্ধান্ত অনুযায়ী আজকে রাজশাহী নগরীর সকল চিকিৎসক সব ধরনের রোগী দেখা বন্ধ রাখছে। তবে জরুরি অপারেশনগুলো চালু থাকবে। প্রতিবাদে নয়, ক্ষোভে ও শোকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

একাধিক চিকিৎসক নেতা বলেন, রাজশাহীর মত শহরে এমন নৃশংস ঘটনা কখনোই কাম্য নয়। আগামীকাল (মঙ্গলবার) সকল চিকিৎসক কালো ব্যাজ পরিধান করবে। পাশাপাশি আগামীকাল সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে। 

রবিবার রাতে নগরীর বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে হত্যা করে দুর্বৃত্তরা।

রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর