[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ওসিকে বদলি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৩, ০২:৫৭

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রীকে নির্বাচিত করার আহ্বান জানানোর ঘটনায় সমালোচনার পর কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে বদলি করা হয়েছে। তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে ফারুক হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

গত মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি ফারুক হোসেন কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের জন্য ভোট কামনা করার একটি বক্তব্য ছড়িয়ে পড়লে তিনি সমালোচনার মুখে পড়েন। 

শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, “কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে নাঙ্গলকোট থানার দায়িত্ব দেওয়া হয়েছে।”

একই আদেশে মোট পাঁচজন পরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর