[email protected] ঢাকা | রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি,

চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ জুলাই ২০২৪, ২২:৪৬

ছবি: সংগৃহীত

অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। তবে জরুরি সেবা বিদ্যুৎ সঞ্চালন চালু রাখা হয়।


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে সকাল থেকে কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেন।


দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কর্মসূচি চলাকালে বক্তব্য দেন- মহারাজপুর সাবজোনাল অফিসের প্রকৌশলী আমিনুল রসুল, বিলিং সহকারী শারমীন আখতার, মিটার রিডার একরামুল ইসলাম, ল্যাইনম্যান সাজ্জাদ হোসেনসহ অন্যরা।


কর্মসূচি থেকে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর চাকরি অবিলম্বে স্থায়ীকরণের দাবি জানানো হয়।


বক্তারা বলেন, সকাল ৯টা থেকে রাত ৮ বা ৯টা পর্যন্ত কাজ করতে হয়। অথচ সামান্য বেতন দেয়া হয়। এতে সংসার চালানো দায় হয়ে পড়েছে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর