[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

"আদর্শ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ" এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৪, ২৩:৫৮

অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ আব্দুল আলিমের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন একজন কৃতি শিক্ষার্থী। ছবি: চাঁপাই জার্নাল

শুক্রবার (১২এপ্রিল)  চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে "আদর্শ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ" কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দেবীনগর ইউনিয়ন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২০২৩-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ২৮ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে চান্দুরিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং অত্র সংগঠনের সহ-সভাপতি  জনাব মোঃ নাসিরুদ্দিনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও জাবালুন নূর জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলিম।

এছাড়া সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জর্জ কোর্টের আইনজীবী  এডভোকেট নূরে আলম সিদ্দিকি আসাদ।

"আদর্শ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ" পরিবারের উদ্যোগে প্রতি বছর দিয়াড় অঞ্চলের ৮ টি ইউনিয়নের শিক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে থাকেন। যা অত্র অঞ্চলের মানুষের কাছে খুবই প্রশংসনীয় ।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর