[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে প্রায় নয়কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ২৩:১১

মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্ভোবধন করছেন বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে প্রায় নয় কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি। শনিবার (৩০ মার্চ) বিকেলে রহনপুর ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রম চালানো হয়। এই সময় রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ফেন্সিডিল, বিদেশী মদ, ইয়াবা, হিরোইন, নেশা জাতীয় ইনজেকশন ও ভারতীয় বিড়ি তৈরির মসলা দ্রব্য। এসব মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকা।

রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, মাদকদ্রব্য শুধু মানুষকেই ধ্বংস করেনা, পুরো জাতিকে ধ্বংস করে। মাদকের ভয়াল আগ্রসন থেকে নতুন প্রজন্মকে রুখতে হবে। তা না হলে সারা বাংলাদেশে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো: ইমরান ইবনে এ রউফ, ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, পুলিশ সুপার আবুল কালাম সহিদ, ৫৯ বিজিবির উপ-অধিনায়ক ইমরুল কায়েসসহ আরোও অনান্যরা।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর