[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে গণসংবর্ধনা দিল ম্যাংগো ফাউন্ডেশন

চাঁপাই জার্নাল ডেক্সঃ

প্রকাশিত:
২৯ ফেব্রুয়ারী ২০২৪, ২৩:৫২

ছবিঃসংগ্রহীত

একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে গণসংবর্ধনা দিল ম্যাংগো ফাউন্ডেশন

সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে শিবগঞ্জে গণসংবর্ধনা দিয়েছেন ম্যাংগো ফাউন্ডেশন। আজ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

ম্যাংগো ফাউন্ডেশনের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হক, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক আহসান হাবিবসহ অন্যরা।

প্রসঙ্গত, সীমান্তঘেঁষা ভোলাহাট উপজেলার মুসরিভূজা গ্রামের বাসিন্দা জিয়াউল হক (৯১)। পেশায় তিনি একজন সাধারণ দই বিক্রেতা হলেও তার নেশা সমাজসেবা। দই বিক্রির টাকায় তিনি তৈরি করেছেন লাইব্রেরি। এছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়াসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দেন জিয়াউল হক। তাই তাকে সবাই চেনে সাদা মনের মানুষ হিসেবে। সম্প্রতি ঢাকায় তার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেক্স/এফএ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর