[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে,

গোমস্তাপুরে কুরআন খতম ও আলোচনা সভা

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০০

আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে আলোচনা সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক। প্রথমেই কোরআন তেলাওয়াত করেন মক্রমপুর বাইতুন্নুর জামে মসজিদের ইমাম আসাদুল্লাহ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রসাদপুর কামিল মাদ্রাসার (প্রভাষক) ডঃ কামরুল হোদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ও বক্তব্য দেন মুহতামিম, আক্কেলপুর হাফেজিয়া ও কওমী মাদ্রাসা আবু তাহের,আলেমদের মাঝ থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষক রহনপুর দাখিল মাদ্রাসা, জিয়াউর রহমান।

দোয়া পরিচালনা করেন ইমাম বড়বঙ্গৈশ্বর জামে মসজিদ দুরুল হোদা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মডেল কেয়ারটেকার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইসলামিক ফাউন্ডেশন, ইফাঃ গোমস্তাপুর কাউসার জামান।

উল্লেখ্য আলোচনা সভায় দুই শতাধিক জন উপস্থিত ছিলেন।

সামিরুল/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর